• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পাকিস্তানেই হবে পাক-আফগান সিরিজ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৯:১২ পিএম
পাকিস্তানেই হবে পাক-আফগান সিরিজ 

পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নাও হতে পারে। কারণ দেশব্যাপী ১০ দিনের🅰  লকডাউন জারি করেছ𝓡ে শ্রীলঙ্কান সরকার। ফলে এ সিরিজ এখন হবে পাকিস্তানে। 

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আফগানিস্তান ক্রিকেট দলের যাতায়ত এবং অন্যান্য সমস্যার কথা ভেবেই সিরিজের ভেন্যু পাল্টে নিয়ে আসা💎 হয়েছে পাকিস্তানে। এ সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে যাবে আফগানিস্তান। ৩ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা। তবে কোন মাঠে এই সিরিজ হবে তা এখনো জানায়নি পিসিবি।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের উল্লেখ করে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, আফগানিস্তান দল দুই এক দিনের মধ্যে পাকিস্তানে যেতে পারে। আফগানিস্তান দলকে ভিসা দিয়েছে পাকিস্তান। আশা করা যাচ্ছে তারা সোমবার ⛦বা মঙ⛎্গলবারের মধ্যে যেকোনো সময় দেশ ছাড়বে।’

এদিকে কর🌠োনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে শ্রীলঙ্কায়। ফলে সেখানে সিরিজ আয়ো💙জন নাও হতে পারে। 

এর আগে দ্য নিউজ ইন্টারꦜন্যাশনাল জানিয়েছিল, পরিস্থিতির বিবেচনায় পাকিস্তানের মাটিতেই সিরিজটা আয়োজনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখন শ্রীলঙ্কান বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সিদ্ধান্তটা সোমবার (২৩ আগস্ট) আসতে পারে। তারপর পরিস্থিতি সম্পর্কে সবাই জানতে পারবে।’

পিসিবির ওই সূত্র দ্য নিউজ ইন্টারন্যাশনালকে জানিয়েছে, পাকিস্তান বোর্ড সিরিজটা দেশের মাটিতে আয়োজনের প্রস্তাব আগেই দিয়েছিল। কিন্তু এসিবি শ্রীলঙ্কাকেই বেছে নিয়েছে। এখন অল্প সময়ের মধ্যে সবকিছু আয়োজন করা পিসিবির জন্য কঠিন হবে। দুই দলের অ꧒নুশীলন, হোটেল বুকিং, ভেন্যু, আর নিরাপত্তাবিষয়ক সকল ব্যবস্থা নেওয়াটাও অনেক বড় চ্যালেঞ্জের হবে।’

তবে এর আগে জিও নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে পাকিস্তানে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল কিন্ত🍒ু এসিবি সে প্রস্তাব প্রত্যাখ♚্যান করেছিল। এসিবির কর্মকর্তারা মনে করেন, ওয়ানডে সিরিজটি একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলা উচিত। এসিবির পরিকল্পনা অনুযায়ী, তাদের খেলোয়াড়রা সড়ক পথে পাকিস্তানে পৌঁছাবে এবং সেখান থেকে তারা দুবাই হয়ে শ্রীলঙ্কা যাবে।

Link copied!